![]() |
| kola bau কলা বউ |
দুর্গাপূজা বাঙালি তথা হিন্দুদের কাছে একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান।যা বাঙ্গালীদের অন্যতম আবেগের জায়গা । সপ্তমীর দিন এক বিশেষ নিয়ম মেনে ভোরবেলা কলা গাছ কে স্নান করিয়ে নতুন বস্ত্রে সজ্জিত করে গণেশের পাশে পূজিতা হন, একেই আমরা kola bau কলা বউ বলে জানি ।
গণেশের পাশে রাখা হয় বলে একে অনেকে গণেশের বউ বলে মনে করেন। আসলে এটি কে বলে নবপত্রিকা নবপত্রিকা হল মা দুর্গার একটি রূপ । নবপত্রিকার আক্ষরিক কত হলো নটি পাতা কিন্তু এখানে নয়টি উদ্ভিদের ডাল দিয়ে গঠন করা হয় এই kola bau কলা বউ। এই নয়টি উদ্ভিদ হল কলা গাছ ,কচু গাছ ,হলুদ গাছ, জয়ন্তি , বেল, ডালিম, অশোক ,মান কচু ও ধান । একটি সপত্র কলা গাছের সঙ্গে অন্য উদ্ভিদের ডাল , দুটি বেল ও সাদা অপরাজিতার লতার সঙ্গে বেঁধে নূতন লালপাড় বস্ত্র পরিধান করিয়ে, ঘোমটা মাথায় দিয়ে, সিঁদুর পরিয়ে বধুর আকার দেওয়া হয় এবং গণেশের পাশে রেখে পূজিতা হন। যা মা দুর্গার আরেকটি রূপ। মা দুর্গার সাথে ভূমি- প্রকৃতির সম্পর্ক বোঝাতে মা দুর্গার এইরূপ কে আমরা পুজো করে থাকি।

0 Comments