Dhanteras  (ধনতেরাস )


                    ধনতেরাস Dhanteras   আগে একটি অবাঙালি ধর্মীয় অনুষ্ঠান কিন্তু বর্তমানে  বাঙালিরাও এটিকে সমানভাবে আপন করে নিয়েছেন।কার্তিক মাসের ত্রয়োদশীর দিন ধনতেরাস পালিত হয়। ধনতেরাস কি ?ধনতেরাস মানে আমরা জানি ধন দেবতার পুজোর দিন ,ধনসম্পত্তি বাড়ানোর জন্য আমরা অনেক উপায় ও করে থাকি যেমন -ধাতব ও জিনিস কিনে থাকি । পুরান মতে  সমুদ্র মন্থনের সময় স্বয়ং বিষ্ণু হাতে  অমৃত ভরাকলস নিয়ে  প্রকটহয়েছিলেন।তাকেই আমরা ধন মন্ত্রী বলে জানি।ভাগবত পুরাণ অনুযায়ী ধর্মমন্ত্রী বিষ্ণুর অবতারের  অন্য রূপ ।

         এনাকেই আয়ুরবেদের জনক বলা হয়,এই দিনে   ধনতেরাস Dhanteras পালন করা হয় ২০১৬ সালে   ২৮ শে অক্টোবর ভারত সরকার ধনতেরাসের দিন আয়ুর্বেদের দিন বলে ঘোষণা করেন । আয়ুর্বেদ অনুযায়ী ধন কথার অর্থ সুস্বাস্থ্য। আয়ুর্বেদ অনুযায়ী সোনার রুপার বাসনে খাওয়া-দাওয়া করলে স্বাস্থ্যের উন্নতি হয় কিন্তু আমরা সেদিন সোনা-রুপার অলংকার ক্রয় করে থাকি ,আয়ুর্বেদ অনুযায়ী সবথেকে বরধন হলো স্বাস্থ্য।