![]() |
| vishwakarma puja |
শুধুমাত্র মানব নয় দেবতাগণ ও সমাদৃত করেন বিশ্বকর্মা কে। ইনি সৃষ্টির প্রথম সূত্রধর। ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজিত হয়ে থাকেন।বিশ্বকর্মা কে পৃথিবীর সর্বপ্রথম ইঞ্জিনিয়ার ও বাস্তুকার বলে মনে করা হয়। এই দিন বিশ্বকর্মা পুজোর সাথে কল কারখানা, মেশিন ও পূজা করা হয়ে থাকে। পুরান মতে বিশ্বকর্মার নির্মাণের মধ্যেই পরে ইন্দ্রপুরী , যমপুরী ,বরুণ পুরি ,কুবের পুরী, পান্ডব পুরি ,সুদামা পুরি ,শিবু মন্ডল পুরি , দ্বারকা ,লঙ্কাপুরী ইত্যাদি । সমস্ত দেবদেবীর ভবন, কর্নের কর্ণ কুণ্ডল ,বিষ্ণুর সুদর্শন চক্র ,মহাদেবের ত্রিশূল, যমরাজের কাল দন্ড তার ই নির্মাণ।

0 Comments