ছট পূজা chhath puja

               ছট পূজা কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পাল পালন করা হয়ে থাকে । দীপাবলির ৬ দিন পর আসে ছট পূজা chhath puja এই বছর অর্থাৎ ২০২২ সালের ৩০ শে অক্টোবর রবিবার ছট পূজা তিথি, সূর্যোদয় ৬:০৬ও সূর্যাস্ত ৫:৫৬মিনিট । এই ধর্মীয় অনুষ্ঠান চারদিন অনুষ্ঠিত হয়, মূলত এটি উত্তর পূর্ব ভারতের একটি ধর্মীয় অনুষ্ঠান । উত্তর প্রদেশ ,বিহার ,ঝাড়খন্ড অঞ্চলের মানুষেরা এই ধর্মীয় অনুষ্ঠান পাল পালন করেন । 

এই অনুষ্ঠানের সূচনা নিয়ে প্রভেদ আছে তবে পুরাণ অনুযায়ী  ছট পুজো রাজা প্রিয়ংবদ এর  সময় থেকে শুরু হয়েছে বলে মনে করা হয় । রাজা নিঃসন্তান ছিলেন পুত্র  সন্তান লাভের জন্য দেবী ষষ্ঠীর কাছে প্রার্থনা করেছিলেন এই এইভাবে পুজোর উৎপত্তি হয় ।

 ছট পূজা chhath puja ষষ্ঠীমাতার পুজো ,এই অঞ্চলের অধিবাসীরা এইজন্যে 'ছটি মাইয়া' বলেন তাদের আরাধ্য  দেবীকে কে।আবার অনেকের মতে মহা ভারতের কাল থেকেই এই পূজার শুরু হয়েছিল । সূর্যপুত্র কর্ণ এই পুজো পালন করেনএবং সূর্য দেবতার আশীর্বাদে  বীর যোদ্ধা হয়েছিলেন আবার পাণ্ডবরা যখন রাজপাট জুয়ায় হেরে গিয়েছিলেন  তখন দ্রপদী ছট পুজো   ব্রত রেখেছিলেন।  সূর্য দেবতা ওছটি মাইয়া অর্থাৎ মাষষ্ঠী ভাই -বোনের সম্পর্ক এইজন্য এই সময় সূর্যের ও মা ষষ্ঠীর উপাসনা একসঙ্গে করা হয়ে থাকে  ।