প্রতিবছর উমা আসেন তার বাপের বাড়ি আমরা অপেক্ষা করি এই চারটে দিন । পঞ্জিকা অনুযায়ী ইংরাজীর 2022 সালের ২৫শে সেপ্টেম্বর ও বাংলার ১৪২৯ সালের ৮ই আশ্বিন রবিবার মহালায়া ।৩০ শে সেপ্টেম্বর ১৩ই আশ্বিন শুক্রবার দুর্গা পঞ্চমী পয়লা অক্টোবর 14 আশ্বিন শনিবার ষষ্ঠী । ২রা অক্টোবর15 আশ্বিন রবিবার সপ্তমী । ৩ অক্টোবর 16 আশ্বিন সোমবার অষ্টমী। ৪রা অক্টোবর মঙ্গলবার নবমী । বুধ বার ৫ই ই অক্টোবর দশমী । পঞ্জিকা অনুযায়ী 2022 সালে মা দুর্গা আসছেন গজে অর্থাৎ হাতিতে। গমন নৌকায়।

0 Comments