Mahalaya ( মহালয়া )


                 বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠ  দিয়ে বাঙালির মহালয়া  শুরু হয় । কিন্তু কি এই মহালয়া ?এটি শুধুমাত্র বাৎসরিক একটি অনুষ্ঠান নয় এর পিছনে রয়েছে  বৃহত্তর  সামাজিক তাৎপর্য। যখন মানবজাতির জীবনে ঘনিয়ে আসে দুর্গতি, তখনই আবির্ভাব ঘটে দেবী দুর্গার। মহালায়া আমাদের জীবনের উজ্জীবনের দিন ,আমাদের দেশ  মাতার সভ্যতা সংস্কৃতির দিন। এই  এই দিনে পিতৃপক্ষের শেষ ও   মাতৃপক্ষের  আগমনের   আভাসিত হয় । শরতের এই দীপান্বিতা অমাবস্যায় পৃথিবী হয়ে ওঠে মহা আলোয়ে।