এটি  মূলত  দক্ষিণ এশিয়ার একটি পারিবারিক সামাজিক উৎসব বা বন্ধন।  এটি হিন্দু মেয়েরা তাদের ভাইদের হাতে একটি সুতা পরিয়ে  দেওয়ার প্রচলন। ১৯০৫ খ্রিস্টাব্দে পরাধীন ভারতে বঙ্গভঙ্গ শুরু হলে  ,১৯০৫      এর ১৬ ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়। ঐ দিন রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শে জাতি ধর্ম নির্বিশেষে  একে অপরের হাতে ভাতৃত্বের প্রতীক হিসাবে রাখি পরিয়ে দেওয়া হয়। 

 যদিও আরো আগে আমরা  পৌরাণিক কাহানি তে পাই মহাভারতে আছে একটি যুদ্ধে শ্রীকৃষ্ণের কব্জিতে আঘাত লেগে রক্তপাত শুরু হয় দ্রৌপদী তার শাড়ীর  আচল খানিকটা ছিড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে  দেন। এতে শ্রীকৃষ্ণ অভিভূত হয়ে যান। তিনি দ্রৌপদীকে নিজের বোন হিসেবে স্বীকৃতি  দেন এবং রক্ষা   করার প্রতিশ্রুতি দেন ।  পরবর্তীকালে কৌরবরা দ্রৌপদী কে অপমান করে এবং তার বাস্তবায়ন করতে গেলে শ্রীকৃষ্ণ তার সম্মান রক্ষা  করেন  এই ভাবেই রাখি বন্ধন এর প্রচলন হয়।